প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু প্রদত্ত মাস্ক বিতরণ করা হয়েছে।
সদরের বিভিন্ন ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে এই মাক্স বিতরণ করা হয়। সোমবার সকালে পুরাতন সাতক্ষীরাস্থ সমিতির জেলা সভাপতির কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান। জেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় মাক্স গ্রহণ করেন গ্রাঃ ডাঃ দ্বীন দিপ্ত, গ্রাঃ ডাঃ নাসিরউদ্দীন, গ্রাঃ ডাঃ আব্দল গফফার, গ্রাঃ ডাঃ আব্দুল ওহিদ, গ্রাঃ ডাঃ আকতার হোসেনসহ সদরের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
উল্লেখ্য করোনা কালীন সময়ে জিবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে সাতক্ষীরার মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন জেলার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। এরই মধ্যে অনেক গ্রাম ডাক্তার করোনাকালীন চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে নাফেরার দেশে পাড়ি দিয়েছেন। তবুও নিজ কর্তব্য থেকে পিছুপা হননি গ্রাম ডাক্তাররা। গ্রাম ডাক্তারদের এ অবদানের কথা স্মরণ রেখে তাদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।