কলারোয়া প্রতিনিধি: ইতিবাচক চিন্তায় পথ চলি, সুন্দর একটি সমাজ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করলো নক্ষত্র ফাউন্ডেশন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা কলারোয়া ইতিবাচক চিন্তাসম্পন্ন দুই তরুণ মোঃ একরামুল ইসলাম এবং শেখ আবির আহম্মেদ। লকডাউনজনিত জটিলতায় ১ জুলাই ২০২১ তারিখে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংগঠনটি উদ্বোধন করা হয়। সংগঠনটি সমাজের বেশ গুরুত্বপূর্ণ কিছু সেক্টর নিয়ে কাজ করতে চায়।তাদের সংগঠনের বিশেষ নজর থাকবে আমাদের সমাজে যারা অন্যের কাছে হাত পাততে পারে না তবে, ক্ষুধা ও অর্থ যন্ত্রনায় ঘরের মধ্যে গুমরে মরে।
এসব মানুষজনদেরকে চিহ্নিত করে গোপনে তাদের বাড়িতে নক্ষত্র ফাউন্ডেশন আর্থিক সহোযগিতা প্রদান কোরবে এছাড়াও বৃক্ষ রোপন,উগ্রবাদ বিরোধী ক্যাম্পেইন,মাদক বিরোধী ক্যাম্পেইন, অসহায় শীক্ষার্থীদেরকে অর্থ সহায়তা প্রদান, স্বেচ্ছায় রক্ত দান ইত্যাদি সহ তাদের সাধ্য মতো সমাজের জন্য উন্নয়নমূলক যত কাজ রয়েছে তারা সেগুলি করার চেষ্টা কোরবে। তাদের সংগঠনের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয় একরামুল ও আবির এই সংগঠনের প্রতিষ্ঠাতা হলেও সংগঠনের সকল সদস্যবৃন্দ এই সংগঠনের প্রাণ।
একরামুল ও আবিরের পরেই নাজমুস শাওন, রুবায়েত হোসেন রুবেল, মুস্তাকিম আহম্মেদ, জি এম আলী তারা একরামুল এবং আবির সার্বিক সহোযগিতা কোরবে। এছাড়াও সংগঠনের সদস্য হিসেবে রয়েছে সানজিদ রায়হান মাহী, মোঃ আজমীর হোসেন, ফারুক রাজ, রাজু রায়হান, আহম্মেদ শুভ, মুজাহিদুল ইসলাম,জি এম আশিক, নাইফুর রহমান, ফুয়াদ আল আবরার,আতহার নূর,মোঃ সনোন, সাইফুল মালিক,জাকির হোসেন, শাহরিয়ার আকাশ, মোঃ শামীম হোসেন, তানভীর তারেক, সজীব হোসেন, সুমন হোসেন,নাঈম হাসান শাওন, জাহিদ হাসান অপু, শিশির আহম্মেদ, ফারুক হোসেন প্রমুখ। তারা সবাই ইতিবাচক চিন্তার মাধ্যমে, সুন্দর একটি সমাজ গঠনের জন্য তারা প্রতিজ্ঞবদ্ধ।