নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অনার্সের শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়ে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় তার বাম হাতটি কেটে বাদ দিতে হয়েছে। এছাড়া শরীরের অন্যান্য অংশ পুড়ে মারাত্মক ভাবে অসুস্থ্য থাকায় তার উন্নতমানের চিকিৎসার প্রয়োজন। আহত রবিউলের চিকিৎসা খরচ ব্যয়বহুল হওয়ায় তার ভ্যান চালক পিতার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তাই আহত রবিউলের অসহায় ভ্যান চালক পিতা ও পরিবারের সদস্যরা সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন। বিকাশ নং- ০১৭৬৩-৭০৩২৫৬।
ঘটনাটি ঘটেছে (৩১ জুলাই) সকালে ব্রহ্মরাজপুর বাজারে গৌরঙ্গ মার্কেটে। পরিবার সূত্রে জানা যায়, ধুলিহর বয়ারবাতান গ্রামের মোঃ সুরোত আলীর পুত্র সাতক্ষীরা সরকারী কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম (২২) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাজারে নিরাপদ পানি সরবরাহের কাজে তার ভাইয়ের একটি প্রতিষ্ঠান আছে। সে ঐ প্রতিষ্ঠানে পড়াশুনার পাশাপাশি তার অসহায়, হতদরিদ্র পানি বহনকারী ভ্যান চালক পিতাকে সাহায্য করে। শনিবার সকালে প্রতিষ্ঠানে থাকা অবস্থায় প্রকৃতির ডাকে সাড়া দিতে একই জায়গায় গৌরঙ্গ মল্লিকের মার্কেটের ছাঁদের উপর দিয়ে টয়েলেটে যাওয়ার সময় ছাঁদের উপরে এলোমেলো থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে শরীরের একাধিক জায়গা পুড়ে মারাত্মক আহত হয়। এসময় রবিউলের ভাই টয়লেট থেকে আসতে ভাইয়ের দেরি হচ্ছে কেন এই ভেবে খোঁজ নিতে গিয়ে দেখে তার এই বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা মারাত্মক হওয়ায় খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে খুলনায় নিয়ে গেলে একই কথা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তার বাম হাতের কনু থেকে বাদ দিতে হয়েছে। এছাড়া শরীরের অন্যান্য অংশ পুড়ে মারাত্মক ভাবে অসুস্থ্য থাকায় তার উন্নতমানের চিকিৎসার প্রয়োজন। অসহায় পরিবার তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়ানোর জন্য সকলের কাছে আকুল আবেদন জানিয়েছেন।