দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পল্লীতে সংঘবদ্ধ চোরেরা বাড়িতে লাগানো সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের শেখ মওদাদুর রহমানের ছেলে মোমিনুর রহমানের বাড়িতে। এ ঘটনায় মোমিনুর রহমান বাদী হয়ে ৩ জেনর নামে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবাদীরা হলেন, উত্তর সখিপুর গ্রামের শেখ মোছাদুর রহমানের ছেলে শেখ মতিয়ার রহমান, মতিয়ার রহমানের ছেলে আহছান শেখ ও মতিয়ার রহমানের স্ত্রী সাবানা খাতুনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।
অভিযোগ মতে জানা গেছে, উল্লেখিত আসামীরা বাদীর শরিকদার। ইতিপূর্বে আসামীরা বাদীদেরকে মারপিট করে পুকুরে কীটনাশক দিয়ে মাছের ক্ষতিসাধন ও বাড়ানের বিভিন্ন ফল ফলাদীর ক্ষতিসাধন করে আসছে। যার কারনে এধরনের ক্ষতি রোধ করতে আনুমানিক ১০/১৫ দিন আগে বাদী তার বাড়ির চারিদিকে ৫টি সিসি ক্যামেরা লাগিয়ে রাখে। ঘটনার দিন গত ৪ আগষ্ট, ২১ ইং তারিখ রাত ১০ টার দিকে বাদীরা তাদের রাতের আহার শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন বৃহষ্পতিবার (৫ আগষ্ট, ২১ ইং) তারিখ সকালে বাদীরা ঘুম থেকে উঠে দেখে তার লাগানো ৫টি সিসি ক্যামেরা চোরেরা চুরি করে নিয়ে গেছে। পরে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে বাদী দেখেন ঐদিন রাত ১১ টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি একটি প্যাকেট নিয়ে ১নং বিবাদীর কাছে দিচ্ছেন এবং রাত ১ টার দিকে বিবাদীরা তার সিসি ক্যামেরাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এ ঘটনা উল্লেখ করে তিনি থানায় লিখিত অভিযোগটি দিয়েছেন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার জানা জানিয়েছেন, অভিযোগটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।