অনলাইন ডেস্ক : মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির প্রধান পররাষ্ট্রবিষয়ক সংবাদদাতা রিচার্ড এঙ্গেল মঙ্গলবার কাবুলের একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, নারী অধিকার আদায়ে রাস্তায় নেমেছেন নারীরা।
ভিডিও শেয়ার দিয়ে তিনি লেখেছেন, ‘নারীদের অধিকার আদায়ে কাবুলের রাস্তায় বিক্ষোভ করছেন আফগান নারীরা। চাকরি করা, শিক্ষাগ্রহণ ও রাজনীতিতে অংশগ্রহণ প্রত্যেক নারীর অধিকার।’ এর আগেও আফগানিস্তান দখল করেছিল তালেবান। সে সময় একা নারীদের বাড়ির বাইরে বের হতে দেওয়া হতো না, নারীদের চাকরি করতে দেওয়া হতো না, পরতে হতো বোরকা।
Brave Afghan women protesting for their rights in Kabul. “Work, education and political participation is every woman’s right” pic.twitter.com/BEW4aXNjEp
— Richard Engel (@RichardEngel) August 17, 2021