অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিলসহ মো. জাহিদুল ইসলাম নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
বুধবার (০৮ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফিংড়ি গ্রামের সাধু অয়েল মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের গোবরখালি গ্রামের মো. আবদুস সামাদ গাজীর ছেলে।
র্যাব জানায়, সাতক্ষীরা সদর উপজেলার বালিথা বাজার গ্রামস্থ এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। সে অভিযানে ফিংড়ি ইউনিয়নের ফিংড়ি গ্রামের সাধু অয়েল মিলের সামনে পাকা চাতাল এর ওপর থেকে মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, অভিযানে গ্রেফতারকৃত জাহিদুলের কাছ থেকে ৫৫ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন এবং ১টি সিমকার্ড ও নগদ ৩শ ২৫ টাকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১৪(গ) ধারায় মামলা করা হয়েছে।