কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)’র মোবাইল ফোন নম্বর হ্যাক করা হয়েছে। কলারোয়া থানা পুলিশ সাতক্ষীরা’র ফেস বুক আইডি সূত্রে বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) জানা যায়, যদি কোন ব্যক্তি কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি’র) পরিচয় দিয়ে ফোন করে কোন প্রকার লেনদেনের কথা বলে বা যে কোন তথ্য জানতে চাইলে নিশ্চিত না হয়ে কোন তথ্য না দেয়ার জন্য
বলা হয়েছে। এ ব্যাপারে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কেউ না কেউ +৮০০০১৩২০১৪২২০৫ নং টি হ্যাক করে নিজেকে বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসন্ন ইউপি নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করে এবং একাধিক চেয়ারম্যান প্রার্থীকে বিভ্রান্ত করে। কলারোয়া থানার সরকারি মোবাইল নং এর সাথে মিল থাকায় তিনি বিষয়টি পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের অবগত করিয়েছেন বলে জানান।
এ দিকে, হ্যাক হওয়া মোবাইল নং থেকে বিশেষ সুবিধা দেয়ার কথা বলায়, লাঙ্গলঝাড়া, জালালাবাদ ও জয়নগরসহ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পৃথকভাবে কলারোয়া থানায় জিডি করেছেন বলে থানা সূত্রে জানা যায়।