নিজস্ব প্রতিনিধি : “শিশু জন্য বিনিয়োগ করি সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও শিশু একাডেমী’র আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু একাডেমী পরিচালনা পর্ষদের সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিড ও অধ্যাপক মোশতাক আহমেদ শুভ্র। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমীর লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উপলক্ষে আয়োজিত সপ্তাহ ব্যাপি অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০ জন কোমলমতি শিশুকে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু শিক্ষার্থী মিফতাউল জান্নাত।