ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, বর্তমান প্রশাসন ঔপনিবেশিক প্রশাসন নয়, এটা স্বাধীন বাংলাদেশের প্রশাসন। সে কারণ আমাদের চিন্তার বাক্সে পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের আরও বেশি জনবান্ধব হতে হবে। তা না হলে মানুষের সমস্যার সমাধান হবেনা। তিনি বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য নবীন কর্মকর্তাদের উপদেশ দেন।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভারে প্রশিক্ষণরত নবীন কর্মকর্তাদের একটি অংশ প্রশিক্ষনের অংশ হিসেবে সাতক্ষীরায় এসেছেন এবং সাতক্ষীরার বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছেন। এর অংশ হিসেবে গতকাল সকালে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর কার্যালয়ে উপস্থিত হলে তিনি ওই সব নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে উপরোল্লিখিত কথা বলেন।
এ সময় প্রশাসন, পুলিশ, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সব কর্মকর্তাগণ প্রশিক্ষনের অংশ হিসেবে পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগনের সাথেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।