সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় সাতক্ষীরা শহরের হাটের মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান, আরমান আলী, হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক শাহজাহান আলী ছোট বাবু, যুগ্ম সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক বাবলু হাসান, অর্থ সম্পাদক কাজী আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক স্বপন কুমার সানা, মহিলা নেত্রী নাজমা খাতুন, যুবজোটের আহবায়ক সেলিম হোসেন, সদর উপজেলা ভূমিহীণ সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, গত বছর সাতক্ষীরা মেডিকেল কলেজের মাটির নিচ থেকে কোটি কোটি টাকার ঔষধ পাওয়া যায়। ঔষুধগুলো মেডিকেলের কতিপয় কর্মকর্তা-কর্মচারী পুতে রেখেছিল। পরে বৃষ্টির পানিতে ধুয়ে তা বেরিয়ে যায়। এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হলেও ঔষুধ পুতে রাখার মূল হোতা সাবেক স্টোর কিপার মোস্তাজুল, দেবহাটার স্টাফ ডেপুটেশনের ইলেক্টেশিয়ান মিজানুর রহমানসহ কয়েকজনকে বাদ দিয়ে মেডিকেলের কয়েকজন নির্দোষ ব্যক্তিদের জড়ানো হয়েছে। অথচ প্রকৃতভাবে তারা দোষী ছিলেন না। অবিলম্বে ঔষুধ পুতে রাখার ঘটনার বিষয়টি পুন:তদন্ত পূর্বক দুর্নীতিবাজ মোস্তাজুল ও মিজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে মেডিকেল কলেজের অধিকাংশ চিকিৎসক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে সুবিধা নিয়ে রোগীদের অপ্রয়োজনীয় ঔষধ লিখে হয়রানি করে। বক্তারা সুষ্ঠু তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি :