খেলার খবর: টোয়েন্টি বিশ্বকাপে ভালো ব্যাটিং করতে পারেননি লিটন দাস। ৮ ম্যাচে অংশ নিয়ে কোনো ফিফটির দেখা পাননি এই তারকা ওপেনার।
আরব আমিরাতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে ১৬.৬৩ গড়ে ১৩৩ রান করেন লিটন। বিশ্বকাপের মতো বড় আসরে এই তারকা ক্রিকেটারের এমন বাজে পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে ঘরে-বাইরে অনেক সমালোচনা হয়।
সেই সমালোচনার কারণেই বিশ্বকাপ শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ হয়নি লিটনের।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ না পেলেও টেস্টে খেলতে নেমে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে হাল ধরেন লিটন। চট্টগ্রাম টেস্টের শুরুতে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে চলে যাওয়া বাংলাদেশ দলকে খেলায় ফেরান লিটন দাস ও মুশফিকুর রহিম।
পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ২০৪ রানের জুটিতে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। পাকিস্তানের বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। আর এই সেঞ্চুরির মধ্য দিয়ে সমালোচনার জবাব দিলেন লিটন।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। ১১৩ ও ৮২ রানে অপরাজিত আছেন লিটন-মুশফিক।