প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে স্বাধীনতার মহান রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে জনতা ব্যাংক।
জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: হামিদুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার প্রত্যুষে ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সমবেত সকলের উপস্থিতিতে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়; এবং মহান শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে এরিয়া অফিস, সাতক্ষীরায় “স্বাধীনতার পঞ্চাশ” শিরোনামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।