কালিগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ ও মনিটরিং অব্যহত রাখতে কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
পবিত্র রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ ও মনিটরিং অব্যহত রাখতে কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম উপজেলার নাজিমগঞ্জ বাজার, ফুলতলার মোড়, কালিগঞ্জ বাজারসহ গুরুত্বপুর্ণ স্থানে মনিটরিং সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দোকানে মূল্যতালিকা টানিয়ে না রাখা, অধিকমূল্যে পণ্য বিক্রি করার অপরাধে পৃথক পৃথক ভাবে তিন ব্যবসায়িকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পবিত্র রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রনে রাখার পাশাপাশি ক্রেতা সাধারণকে না ঠকানোর জন্য বিক্রেতাদের প্রতি আহবান জানান। বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে থানার এএসঅাই মামুনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।