দেবহাটা ব্যুরো : দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি কোমরপুরে মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে তিনি কোমরপুর মেয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানেই তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বিকালে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী,
দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, ইউনিয়ন কমান্ডার কাজী ইদ্রিস, ইউপি সদস্য শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকবেন।