জি.এম আবুল হোসাইন : বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ স্থানীয় সরকার বিভাগের আওতায় সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা-কর্মশালায় অংশগ্রহণকৃত ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও ইউপি সচিবগণের অংশগ্রহণে মোজাফ্ফার গার্ডেন অডিটোরিয়ামে বৃহস্পতিবার দিনব্যাপী এইচএলপি-নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন, এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ইশরাত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সহকারী প্রকল্প পরিচালক মো. ইমরানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
কর্মশালায় সভাপত্তিত্ব করেন, স্থানীয় সরকার, সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।
নেটওয়ার্ক কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন মোট ৩৫টি ইউনিয়ন পরিষদের নির্ধারিত সংখ্যক চেয়ারম্যান, মহিলা সদস্য, পুরুষ সদস্য এবং ইউপি সচিববৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রকল্প কার্যালয়ের ফাইন্যান্স এসোসিয়েট এ.বি.এম. ওবায়দুল হক, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিসের ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম প্রমুখ।
পরবর্তীতে বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদগুলো ‘ভালো-শিখন মার্কেট প্লেস’ পদ্ধতির মাধ্যমে নিজ নিজ ইউনিয়ন পরিষদের জন্য এক বা একাধিক ভালো-শিখন নির্বাচন করে এবং আগামী ইউপি বাজেটে অন্তর্ভুক্তির মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করেন। প্রকল্প পরবর্তী সময়ে স্ব-উদ্যোগে এইচএলপি কার্যক্রম বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দিনব্যাপী এ কর্মশালা সমাপ্ত হয়।