মোস্তাফিজুর রহমান, আশাশুনি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি ইউনিটকে সু-সংগঠিত করতে হবে। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে আমাদের প্রত্যেককে বলার সাহস অর্জন করতে হবে যে “আমরাও পারি”। জননেত্রী শেখ হাসিনা যা বলেন তাই করেন। তিনি উন্নয়নের কথা বলেন এবং সেটা বাস্তবে রূপ দিয়ে দেখান।
তার প্রমান আমাদের দেশের নিজস্ব অর্থায়নে “পদ্মা বহুমুখী সেতু” ব্যবহার উপযোগী। দেশের এ চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। আলোচনা সভা শেষে আওয়ামী লীগ নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
বৃহস্পতিবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে এসময় সম্মানিয় অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা শাকিল, যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, দপ্তর সম্পাদক ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা,
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, প্রভাষক ম. মোনায়েম হোসেন,
উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস-চেয়ারম্যান মুসলিমা খাতুন, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন,
কৃষক লীগ নেতা ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দীপু, উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী,
উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সারোয়ার শেলী, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্র নেতা আসমাউল হোসাইন প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামানের নেতৃত্বে বিকেলে বর্ণাঢ্য র্যালী আশাশুনির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।