সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন,
জেলা ভূমিহীণ সমিতির সভাপতি কওছার আলী।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মফিজুর রহমান, শেখ শওকত আলী, শেখ হাফিজুর রহমান, নাজমা খাতুন, যুগ্ম সম্পাদক আবু সেলিম, আদিত্য মল্লিক বাবু, অর্থ সম্পাক আ: আলিম,
সদর উপজেলার সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, লাবসা ইউনিয়নের সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, ভূমিহীন নেতা শেখ ফারুক হোসেন, সদর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি ইউছুপ আলী, আক্তারুল ইসলাম,
হাবিবুর রহমান, শেখ নাজির হাসান, জেলা দপ্তর সম্পাদক শেখ শাহিন হোসেন, ক্রীড়া স্মপাদক আমজাদ হোসেন লাভলু, মহিলা নেত্রী শাহানারা খাতুন রিনা, বক্তারা বলেন, খাস জমি ভূমিহীনদের দিতে হবে। প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।
প্রকৃত খাস জমি ভূমি দস্যুদের কবল থেকে মুক্ত করতে হবে। ভূমিহীন ও প্রকৃত গৃহহীনদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। বেঁচে থাকার জন্য নূন্যতম আয় রোজগারের ব্যবস্থা করার জন্য কাজের নিশ্চয়তা দিতে হবে। সকল ভূমিহীন এক হও লড়াই কর এই শ্লোগানের পতাকাতলে এসে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি