নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের কুমারখালি ক্ষুদে পন্ডিতদের পাঠশালায় বাগদা চিংড়ি চাষের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা শনিবার বিকেল তিনটায় ওই প্রশিক্ষণ সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন চিংড়ি চাষীদের মাঝে। এরপর তিনি আধুনিক পদ্ধতিতে বাগদা চাষের ব্যাপারে সকলকে আগ্রহী হওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. সত্যরঞ্জন মণ্ডল ও চিংড়ি চাষী আব্দুর রহমান বলেন, চলতি বছরে বৃষ্টি কম হওয়ায় কাঙ্খিত চিংড়ি উৎপাদন হবে না মর্মে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ায় অনেকেই জু প্লাংটন এর উপর ভরসা করছে।
তবে সাদা সোনা হিসেবে খ্যাত বাগদা চিংড়িকে একটি চক্র অপদ্রব্য পুশ এর মাধ্যমে বিদেশীদের কাছে দুর্ণাম ছড়াচ্ছে। ফলে বেশ কিছু মাছ বিদেশ থেকে ফিরে এসেছে। অনেকেই বাংলাদেশের বাগদা কেনার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলছে। ওইসব অসাধু বাগদা ব্যবসায়িদের প্রতিহত করতে হবে।