শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে রোপা আমনের উপকারী ও ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্নয়ে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে উপজেলার শংকরকাটি উত্তর বিলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা সম্প্রসারণ কৃষি কর্মকর্তা লতিফুল হাসান, এসএপিপিও বিল্লাল খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সামছুর রহমান, কৃষক উজ্জ্বল হোসেন সহ এলাকার অর্ধ শতাধিক কৃষকবৃন্দ।