মেহেদী হাসান মারুফ শ্যামনগর থেকে:
সাতক্ষীরার শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় মেসার্স কৃষি বিপণী (বি.সি.আই.সি সার ডিলার) নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বংশিপুর বাজারে এই অভিযান চালিয়ে দোকানের মালিক মাহবুবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম সহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ওই দোকানীর বিরুদ্ধে বেশি দামে ইউরিয়া সার বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম বলেন, বেশি দামে কেউ যাতে সার বিক্রি করতে না পারে বা সিন্ডিকেট তৈরি করতে না পারে সে ব্যাপারে এমন অভিযান নিয়মিত চলবে।