নিজস্ব প্রতিনিধি :
কুলিয়ায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় গৃহবধু সহ আহত ৪ জনকে জখমের ঘটনা ঘটেছে। আহতরা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার বিকালে দেবহাটা উপজেলার কুলিয়া ইউপির বহেরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, বৃহস্পতিবার বিকালে বাড়িতে অবস্থান করা অবস্থায় পরিকল্পিত ভাবে মোখলেছুর রহমান (বাবু) পিতা আব্দুল মাজেদ, মোসাদ্দেক হোসেন ও মোফাজ্জলের পিতা ওহাব সাহাজী নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ চক্র পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।
এসময় আছিয়া বেগম (৩৮) রুহুল কুদ্দুস, সোহারাব হোসেন (৫০) পিতা আব্দুল আজিজ সরদার, রুহুল কুদ্দুস (৫৫) পিতা আব্দুল আজিজ সরদার, আবু সেলিম (২২) সোহারাব হোসেন কে ব্যাপক ভাবে আহত হয়।
তাদের কে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের প্রত্যেকের মাথায় আঘাত রয়েছে, সেলাই সহ চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

