দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে প্রতিবন্ধী মোস্তাফিজুর আহত হয়েছে। আহত মোস্তাফিজুর দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এঘটনায় প্রতিবন্ধী মোস্তাফিজুর বাদী হয়ে ৪জনের নামে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।
মোস্তাফিজুরের দায়ের করা অভিযোগ মতে জানা গেছে, মোস্তাফিজুরদের সাথে কালীগঞ্জ উপজেলার সাদপুর গ্রামের রজব আলীর ছেলে মোস্তাফিজুরের খালু সামছুর রহমান (৬২), খালা হাফিজা খাতুন (৫৫) এবং তার খালাতো ২ ভাই মাছুদ (৩৫) ও জাহিদুল (৩০) দের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। মোস্তাফিজুরের মা হাওয়া খাতুনের নিকট থেকে তার খালু ও খালা দীর্ঘদিন আগে ২লক্ষ ৫০ হাজার টাকা গ্রহন করে ২২ শতক জমি রেজিষ্ট্রি করে দেয়ার নাম করে।
কিন্তু এখনো তারা সেই জমি মোস্তাফিজুরদের নামে রেজিষ্ট্রি করে দেয়নি। এবিষয়ে বারবার বলা সত্তে¡ও তারা রেজিষ্ট্রি করে না দিয়ে নানারকম ছলচাতুরী করে আসছে। গত ইং ১৫-১০-২২ ইং সকাল সাড়ে ১১ টার দিকে বিবাদীরা বাদীর বসত ঘরে এসে কলা গাছ কেটে নেয়ার মিথ্যা অভিযোগ দিয়ে মোস্তাফিজুরকে আকষ্মিক মারপিট শুরু করে।
একপর্যায়ে মোস্তাফিজুরের বাড়ির লোকজন ও স্থানীয়রা এসে মোস্তাফিজুরকে রক্ষা করে। একজন প্রতিবন্ধী মানুষকে এভাবে আকষ্মিক মিথ্যা অভিযোগ দিয়ে মারপিট করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলে বিবাদীরা চলে যায়। এ ঘটনায় মোস্তাফিজুর বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোদ দিয়েছে। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, অভিযোগটি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।