নিজস্ব প্রতিনিধি :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরাস্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনাসভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।
জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু’র পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, পৌর বিএনপির সদস্য সচিব পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দীন, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান ইবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নূরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম, এড. আকবর আলী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আইয়ুব আলীসহ বিএনপির এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রয়াত তরিকুল ইসলাম ছিলেন দক্ষিণ বঙ্গের উন্নয়নের রূপকার। বিপুল জনপ্রিয় নেতা তরিকুল ইসলামের শূন্যতা আজ অনুভব করছে। দেশের এই সংকটকালিন সময়ে জননেতা তারিকুল ইসলামের মত নেতার বড্ড প্রয়োজন ছিলো। বক্তারা গণতন্ত্র মুক্তির আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। আলোচনাসভা শেষে প্রয়াত এই নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।