দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী, সাজা ওয়ারেন্ট মূলে ১ জন এবং অন্যান্য ওয়ারেন্ট মূলে ২ জনসহ ৪ জন আসামি গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল পরিচালনা কালে ইং ০৫/১১/২২ তারিখ, এসআই(নিঃ) শেখ গোলাম আযম সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার সখিপুর থেকে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী সাব্বির গাজী(২৫), পিতা- আব্দুল গফফার গাজী, গ্রাম- সখিপুর, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন!
এবিষয়ে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয় এবং একই তারিখ ইং- ০৫/১১/২২ এসআই মাহাবুর রহমান ও এএসআই রহিম গাজী সংগীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকা থেকে সিআর-৮৫২/২২(০৩ মাসের সাজাগ্রাপ্ত) আসামী আবু সাঈদ (৪৭), পিতা- আব্দুল মজিদ মোল্লা গ্রাম- দক্ষিণ পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, সিআর- ১৬১/২১ এর আসামী শেখ ইকরামুল , পিতা- শেখ আবু ইছহাক, গ্রাম- হাদিপুর, থানা- দেবহাটা , জেলা-সাতক্ষীরা এবং সিআর- ১৬১/২১ এর আসামী রমজান বিশ্বাস, পিতা- শামছুর রহমান, গ্রাম- বেজোরআটি, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং- ০৫/১১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।