নিজস্ব প্রতিনিধি: বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকালে ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বাবু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জঙ্গি দমন, বিদ্যুৎ সমস্যার সমাধান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেবে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল বলেই আজকে স্বপ্নের পদ্মা সেতু, স্বপ্নের মেট্রোরেলসহ দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়ন সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালে যে নির্বাচন হবে তাতে জয়লাভ করে আওয়ামীলীগ সরকার আবার ক্ষমতায় যেতে পারলে দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডগুলো শেষ করার পাশাপাশি দেশের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করা সম্ভব হবে। সারা বিশ্বে বাংলাদেশ আজ একটি সম্মানজনক অবস্থায় আছে। সমগ্র বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল।
আর এটা আমাদের ধরে রাখতে হবে। আর ২০২৪ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা বিজয়ী হতে পারলেই এই উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষির বিকাশসহ প্রতিটি ক্ষেত্রেই রূপকল্পে দেয়া লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সাফল্য অর্জন করেছেন।
এসময় বিভিন্ন এলাকার মানুষ বর্তমান সরকারের উন্নয়নের প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সাধারণ-সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র মণ্ডল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আবুল খায়ের, সাজু হোসেন, লিটু হোসেন, বাবলু হোসেনসহ স্থানীয় পর্যায়ের সরকার দলীয় নেতাকর্মীরা।