কাশিমাড়ী প্রতিনিধি:
ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় ইউএনঅপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের এর উদ্যোগে “প্লাস্টিক দূষণ সমাধানে -সামিল হয় সকলে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস -২০২৩ পালিত হয়েছে।
“দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের আওতায় দিবসটি উৎযাপন করা হয়।
প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলায় তিনটি ইউনিয়ন (বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, গাবুরা) ও সাতক্ষীরা মিউনিসিপ্যালিটির ৫টি স্লাম এ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে । কর্মসূচির মধ্যে ছিলো, র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়।
আলোচনায় সভায় বক্তারা বলেন প্রাকৃতিক বিপর্যয়, মনুষ্যসৃষ্ট নানা উন্নয়ন, দূর্যোগ, জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব, যুদ্ধ, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পাশাপাশি বিশ্ব আজ প্লাস্টিক দূষণ ও প্লাস্টিকের জন্য ভয়াবহ সংকটের মুখোমুখি। প্লাস্টিকের জন্য আজ প্রাণবৈচিত্র্যসহ আমাদের সুন্দর পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। পাশাপাশি প্লাস্টিকের কারনে মানব স্বাস্থ্য মারাত্বক ঝুঁকির মধ্যে। একই সাথে জনজীবন ব্যাপকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। প্লাস্টিক সমগ্র দুনিয়াকে গ্রাস করছে, দুনিয়ায় যেন বিধ্বংসী প্লাস্টিকের রাজত্ব চলছে। প্লাস্টিকের জন্য পরিবেশবান্ধব উন্নয়ন ব্যাহত হচ্ছে, চারিদিকে প্লাস্টিকের জন্য নদী-নালা, খাল-বিল, হাওড়-বাওড় এমনকি আমাদের এই সুন্দর নগরের পরিবেশকেও বিষাক্ত করে তুলছে। গাড়ি এবং ইলেকট্রনিক্স থেকে শুরু করে চিকিৎসা ডিভাইস এবং শিশুদের খেলনা সব কিছুতেই প্লাস্টিক পাওয়া যায়। এই পণ্যগুলিতে ক্ষতিকর রাসায়নিক উপাদান অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রাণী ও উদ্ভিদের স্বাস্থ্যের উপর প্রভাবিত করছে।