নিজস্ব প্রতিনিধি:
ব্যবসায়ীক পার্টনারকে হত্যাসহ বিভিন্ন চক্রান্তের অভিযোগ পাওয়া গেছে অন্য পার্টনারের বিরুদ্ধে। আর এ কারনেই বিভিন্ন ভাবে পার্টনারকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এঘটনায় নিরাপত্তা হয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন থানায় একাধিক ডায়েরিও করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন সাতক্ষীরার দক্ষিণপলাশপোল এলাকার রইচ উদ্দীনের পুত্র।
জানা গেছে, জাহাঙ্গীর হোসেন খুলনা জেলার মসুলমান পাড়া গ্রামের সৈয়দ রেজাউল করিমের পুত্র সৈয়দ আবু নাসেরের সাথে পার্টনারে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের যৌথ ব্যবসায়ে ৫টি জাহাজ ছিলো। এর মধ্যে ৩টি জাহাজ স্কার্ভ হিসেবে বিক্রয় করে দেন তারা। চলতি বছরের গত ১৮ এপ্রিল জাহাঙ্গীর দেশের বাইরে যান। ফিরে এসে জানতে পারেন ২টি জাহাজের মধ্যে এমভি খাদিজাতুল কোবরা (যার এম নং ১৫৪৬৩) সৈয়দ আবু নাসের দুদকের মামলায় বরখাস্ত হওয়ায় শিপ সার্ভেয়ার ভগ্নিপতির সহযোগিতায় বিক্রয় করে দিয়েছে এবং বাকী থাকা জাহাজটিও বিক্রয়ের পায়তারা চালাচ্ছেন।
এবিষয়ে জানতে চাইলে ২৩ জুন সৈয়দ আবু নাসের নিজের মোবাইল থেকে ফোন করে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এছাড়া ১২ জুলাই ঢাকা মিরপুরের এস এম হকের পুত্র দুদকের মামলায় বরখাস্ত হওয়ায় শিপ সার্ভেয়ার এস এম নাজমুল হকের সহযোগিতায় জাহাঙ্গীর হোসেনকে হত্যার পরিকল্পনা করছেন এবং জাহাজটির রং পরিবর্তন করে নিজের নামে নেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছেন। এঘটনায় নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন খুলনা লবনাচরা এবং সাতক্ষীরায় সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।
এবিষয়ে দুদকের মামলায় বরখাস্ত হওয়ায় শিপ সার্ভেয়ার এস এম নাজমুল হকের সাথে যোগাযোগ করলে তিনি জাহাঙ্গীর হোসেন নামে কাউকে চেনেন না বলে জানান। এছাড়া কাউকে হত্যার পরিকল্পনাও করেননি বলে জানান।