রোববার সকাল ৯টার পর রাজউক কর্মীরা গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ের বিএনপি নেতা মওদুদ আহমদের গুলশানের বাড়ি ভাঙা শুরু করেছে।
আইনি লড়াইয়ে হেরে যাওয়া বিএনপি নেতা মওদুদ আহমদকে গুলশানের বাড়ি থেকে উৎখাতের ১৮ দিনের মাথায় ওই বাড়ি ভাঙা শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
সূত্রে জানাগেছে, রাজউক কর্মীরা বুলডোজার ও অন্যান্য যন্ত্রপাতি দিয়ে একতলা ওই বাড়ি ভাঙার কাজ করছে। জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য কয়েকটি ট্রাকও এনে রাখা হয়েছে সেখানে। সর্বোচ্চ আদালতের রায়ের পর গত ৭ জুন অভিযান চালিয়ে ওই বাড়ির নিয়ন্ত্রণ নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক জমির ওপর ওই সম্পত্তির দাম তিনশ থেকে সাড়ে তিনশ কোটি টাকার মত বলে রাজউক কর্মকর্তাদের হিসাব।
পূর্ববর্তী পোস্ট