নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের ধাক্কায় আমিনুল্লাহ কারিকর(৫৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১টার দিকে সাতক্ষীরা সদেরর ত্রিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সাতক্ষীরা রসুলপুর এলাকার বরকাত উল্লাহের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীবিকার তাগিতে আমিনুল্লাহ ভ্যান নিয়ে প্রায় ত্রিশ মাইল মোড়ে থাকত। বুধবার বেলা ১টার দিকে তিনি যাত্রী আনতে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। ওই সময় ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে মারা যায় ওই ভ্যান চালক আমিনুল্লাহ।
তিনি আরো জানান, দূর্ঘটনার পরে এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়স্ত্রন করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাইনুদ্দীন জানান, ঘটানাস্থল পুলিশ পরিদর্শন করেছে।সড়ক দূর্ঘটনার বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।