নিজস্ব প্রতিনিধি : প্রচন্ড শীতে মানবেতর জীবনযাপন করছে নিন্ম আয়ের মানুষেরা। যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের কাছে শীত যেনো অভিশাপ স্বরুপ। এরই প্রেক্ষাপটে দুস্ত অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েন সাতক্ষীরার অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ল স্টুডেন্টস ফোরাম।
ব্যাতীক্রমধর্মী এই আয়োজনে ফোরামের সদস্যরা বাইকের পিছে কম্বল বেধে গভীর রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা, বাকাল, নারকেলতলা মোড়, বাস টার্মিনাল, বকচরা, কাটিয়াসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও অসহায়দের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেন।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজের প্রভাষক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এড. আলমগীর আশরাফ, ল স্টুডেন্টস্ ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দীন সাজু, ল’স্টুডেন্টস ফোরামের সভাপতি মো. ফিরোজ আলী, সহ-সভাপতি স্বপ্না সরদার, সাধারন সম্পাদক হুমায়ূন কবির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা অহিদ, আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী মারুফ হোসেন, রুবাইয়া রহমান রিনা, মোঃ নাহিদ হাসান প্রমুখ।
প্রধান অতিথি এড. আলমগীর আশরাফ ব্যতিক্রমধর্মী এ আয়োজনের ভূয়ষী প্রসংশা করে বলেন, ভবিষ্যতে আরো বড় পরিসরে অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দীন সাজু সকলকে শুভ কামনা জানিয়ে বলেন, ভবিষ্যতে এধরনের সমাজসেবামূলক কাজে ল স্টুডেন্টস ফোরামের সহযোগী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ল স্টুডেন্টস ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক এ আয়োজনে সহযোগীতা করার জন্য ফোরামের সকল নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি ভবিষ্যতে সামাজিক কাজে সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।