শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজারের রূপালী ব্যাংকের সামনে সিরাজুলের চায়ের দোকানের পাশ থেকে ৭ই ফেব্রুয়ারি বিকাল ৩ ঘটিকার সময় একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল চুরি হয়ে গিয়েছে।
মোটর সাইকেলটির মালিক নওয়াবেঁকী বাজারের কাঁচামালের আড়ত ব্যবসায়ী রবিউল ইসলাম (রওশন)। তিনি জানান বিকাল ৩ ঘটিকার সময় মোটর সাইকেলটি চায়ের দোকানের পাশে রেখে জামাত অফিসে একটি প্রয়োজনীয় মিটিং করছিলেন।
মিটিং শেষ করে আসরের নামাজ পড়ার পরে বাইরে বেরিয়ে দেখেন তার গাড়িটি নাই। তারপর বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে দেখেন তার গাড়িটা হারিয়ে গেছে। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
শ্যামনগর থানাব্যাপী ব্যাপক হারে বেড়ে গেছে মোটরসাইকেল চুরি। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।