প্রেস বিজ্ঞপ্তি:
ভিলেজ ডক্টরস ফোরাম সাতক্ষীরা শহর শাখার আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ রমজান কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিলেজ ডক্টরস ফোরাম সাতক্ষীরা শহর শাখার সভাপতি হাফেজ ডাঃ আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিলেজ ডক্টরস ফোরাম সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন ভিলেজ ডক্টরস ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডাঃ আফতাব উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা শহর শাখার আমীর মোঃ জাহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, ভিলেজ ডক্টরস ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি ডাঃ আবু কাউছার, শহর শাখার সহ সভাপতি ডাঃ শামসুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি ডাঃ এম এ হাসান প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন চিকিৎসা সেবায় একটি মহান পেশা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ মানুষদেরকে আপনারা সেবা প্রদান করেন। আপনাদের এই সেবার জন্য মহান আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করবেন।