প্রেস বিজ্ঞপ্তি :
বিশ্ব পানি দিবস প্রতি বছর ২২ মার্চ পালিত হয়। এটি ১৯৯৩ সালে জাতিসংঘ দারা প্রতিষ্ঠত হয়েছিলো। এই দিনটি মিঠা পানির গুরুত্ব এবং দীর্ঘ স্থায়ী ব্যবস্থপনার উপর জোর দেয়।
২০২৫ এর বিশ্ব পানি দিবসের থিম হলো হিমবাহ সংরক্ষণ, যা হিমবাহের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে তুলে ধরে। সাতক্ষীরাএর জন্য এটি অতি গুরুত্বপূর্ণ কারন জলবায়ু পরিবর্তন।
সেই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদরে ব্রক্ষরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের পানির পয়েন্ট এ ২২ মার্চ সকাল ১০ টায় পানি দিবস পালিত হয়।
ব্রক্ষরাজপুর পানি ব্যবস্থপনা কমিটির সভাপতি রজব আলী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইয়ুথ এ্যডাপটেশন ফোরাম এর সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, নারী ব্যবস্থপনা পানি কমিটির সভাপতি মিনতী সাহা,ইউপি সদস্য নূরনাহার বেগম,প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আলী,সহ পানি ব্যবস্থপনা কমিটির সদস্যরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা উত্তরণের ফিল্ড অফিসার ফাহারানা দিবা।
উত্তরণ ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় বিশ্ব পানি দিবসে আলোচনা সভা ও রালি শেষে উপস্থিত সদস্যদের মাঝে একটি করে আমের চারা বিতারণ করা।