ডেস্ক রিপোর্ট :
সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় জোবাইদা ইয়াসমিন (১৮) নামে এক তরুণী নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তার মামা আরিফুল রানা এবং ভ্যানচালক আরিফুল ইসলাম।
রোববার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা থেকে ব্যাটারি চালিত ভ্যানে মামা আরিফুল রানার সঙ্গে কুশখালি ছয়ঘরিয়ার দিকে যাচ্ছিলেন জোবাইদা। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মাধবকাটির কাছে ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন জোবাইদা। নিহত জোবাইদা ইয়াসমিন সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা শিবনগরের ইবাদুল ইসলামের মেয়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি চাপা দেওয়ার পর ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে গাছের সঙ্গে আটকে যায়। এতে ভ্যানচালক আরিফুল ইসলাম এবং যাত্রী আরিফুল রানা গুরুতর আহত হন। তাদের মধ্যে আরিফুল রানাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আটক ট্রাকের নম্বর ঢাকা মেট্রো ট-২২ ৩৮ ৭৫।