নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৪জনকে কুপিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। ৩০ মার্চ সাতক্ষীরা সদরের গোবিন্দপুর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে গোবিন্দপুর গ্রামের তোফাজ্জেল লস্কারের পুত্র রমজান আলীর সাথে একই এলাকার মৃত ইমান আলীর পুত্র কওছার আলী, নুর আলীর পুত্র মোসলেম আলী গংয়ের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৩০ মার্চ দুপুর ১২টার দিকে কওছার আলীর নেতৃত্বে মোসলেম আলী, রুহুল আমিন, আব্দুল গণি, আমির হোসেন, সাজ্জাত হোসেন, মোমেনা খাতুন, শাহিদা খাতুনসহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ বাহিনী দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে রমজান আলীর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে হামলাকারীরা রমজান আলীর হামলার করে। এসময় তার পুত্র সাকলাইনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে মারাত্মক আহত হয়। তাদের হাত থেকে আমাদের উদ্ধার করতে আমার বড় ভাই আইয়ুব আলী এবং চাচাতো মহিদুল ইসলাম এগিয়ে আসলে তাদের উপর হামলা চালিয়ে মারপিট করে গুরুত্বর আহত করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা তাদের খুন জখমের হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
এবিষয়ে অভিযুক্ত কওছার আলীর ভাই আব্দুল গণির সাথে যোগাযোগ করলে তিনি বলেন দুপক্ষের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রমজান আলী এবং কওছার আলীর বিরোধের কারণেই সমস্যা হয়েছে। ##
পূর্ববর্তী পোস্ট