নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রাণ সায়ের খালের পাড়ে আবারো নির্মান হচ্ছে পরিবেশ বিধ্বংসী ডাস্টবিন। এতে প্রাণ সায়র খালের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি দারুনভাবে ক্ষতিগ্রস্থ হবে পরিবেশ। নতুনকরে আবারো প্রাণ সায়র খালকে দূষনের মত আত্মঘাতি পরিকল্পনায় খালের দুই পাড়ে বসবাসকারীদের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে।
সাতক্ষীরা পৌরসভা সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে নারিকেলতলা মোড় হতে সুলতানপুর বড় বাজার ব্রীজ পর্যন্ত প্রাণসায়ের খালের দুই পাশের আবাসিক ভাবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে বর্জ্য সংগ্রহের জন্য সুন্দরবন ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানকে কিছু শর্ত স্বাপেক্ষে অনুমতি দেওয়া হয়। প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা শুরু করায় ইতোমধ্যে প্রাণ সায়র খালের দুই ধারে পূর্বের মত ময়লার স্তুপ দেখা যায় না। পরিবর্তন হতে শুরু করেছে প্রাণ সায়র খালের চিত্র। কিন্তু পৌরসভার কতিপয় কর্মচারীদের পরামর্শে পুনরায় প্রাণ সায়র খালের দুই ধারে ২৩ ডাস্টবিন নির্মানের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
পলাশপোল এলাকার বাসিন্দা শাম্মি আক্তার কুমকুম,মো: আলমগীর, আমিনুরসহ অনেকেই বলেন, একসময়ে খালের দুইধারে ডাস্টবিন ছিলো। আমার দেখেছি মানুষ ময়লা ফেলার সময় দুর থেকে দাড়িয়ে ময়লা ছুড়ে দিত মানুষ। এতে খালের মধ্যে ময়লা পড়তো। আবার রাস্তাতেও ময়লা আবর্জনায় ভরে যেত। সুতরাং ধরনের সিদ্ধান্ত বাতিল করা উচিত।
এবিষয়ে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, এটি অত্যান্ত দু:খজনক বিষয়। এভাবে খালের দুইধারে ডাস্টবিন নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করা মোটেও ঠিক হয়নি। এতে পরিবেশের উপর দারুন প্রভাব পড়বে। খালের দুইধারে পরিবেশ বিধ্বংসী এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহŸান জানান তিনি।
যদিও স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মাশরুবা ফেরদৌস বলে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ডাস্টবিন নির্মানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।##