প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর—২ আসনের উদ্যোগে শনিবার (০৫ জুলাই) দুপুরে ‘জুলাই—আগস্ট’ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলমসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সাতক্ষীরায় ১ জুলাই অভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান, ২—৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, ৮—১৫ জুলাই জামায়াত নেতাদের শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানসহ ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ সফল করতে সাতক্ষীরা জামায়াত কর্মসূচি পালন করে যাচ্ছে।