ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জঃ কালিগঞ্জের বিষ্ণপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের হাফিজুল ইসলাম মোড়ল (৩৮) ৭ বিঘা সাদা মাছের ঘেরে শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে। সরেজমিনে যেয়ে জানা যায় বন্দকাটি গ্রামের আব্দুল খালেক মোড়লের ছেলে হাফিজুলের নৌবাজপুর এলাকায় ৭বিঘা জমিতে ৪ বছর যাবৎ সাদা মাছের মিশ্র চাষ করেন। কিন্তু গত মঙ্গলবার ঘেরের পানি সরানোকে কেন্দ্র করে পাশবর্তী জমির মালিক একই এলাকার মৃত তফিল মোড়লের ছেলে আমিন মোড়ল (৫৫), গফুর মোড়লের ছেলে আলামিন মোড়ল (২৮),ও জেহের আলী মোড়লের ছেলে আব্দুল ছাত্তার মোড়ল (৩৫), এদের সাথে বাকবিতন্ডতার সৃষ্টি হয়। ওই সময় শাসিয়ে বলেন তুই কিভাবে এই জমিতে ঘের করিস আমরা দেখে নিব তোকে সর্বশান্ত করে ছারব এ কথা জানান ঘের মালিক হাফিজুল। এরপর রবিবার সকালে যেয়ে দেখি আমার ঘেরে প্রতিপক্ষরা বিষ প্রয়োগ করেছে যার ফলে আমার ঘেরের সব মাছ মরে ভেসে উঠতে দেখি। তিনি কান্না জরিত কন্ঠে বলেন আমার ঘেরে বিষ প্রয়োগ করে আমাকে সর্বশান্ত করে দিয়েছে । ঘটনা সত্যতা নিশ্চিত করার জন্য প্রতিপক্ষ আমিন মোড়লের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এই ঘটনায় রবিবার সকাল ১০ টায় কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মুরাদ শেখ ঘটনা স্থল পরিদর্শন করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।এই ঘটনায় অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছে স্থানীয় ঘের মালিক সহ এলাকার সচেতন মহল।