কলারোয়া ডেস্ক : ভাঙাচোরা ও খারাপ রাস্তা সংস্কারে স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসলো এলাকার কয়েকজন। কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া ব্রিজ এলাকার রাস্তায় স্বেচ্ছাশ্রমে এ সংস্কার কাজ করতে দেখা গেলো একজন শিক্ষকের নেতৃত্বে এলাকার কয়েক যুবককে।
বৃষ্টির কারণে ও দীর্ঘদিন মেরামত না করার ফলে উপজেলার কাজীরহাট থেকে বলিয়ানপুর অভিমুখে যাওয়া পিচের পাকা রাস্তারটির কাউরিয়া ব্রিজ এলাকার বিভিন্ন স্থানে গর্ত ও পিচ-খোয়া উঠে গিয়েছে। পাশের পুকুর ও খালের মধ্যে রাস্তার কিছু অংশও ধসে গিয়েছে। এমনই অবস্থায় বুধবার দিনভর ওই এলাকার বাসিন্দা মাদরাসা শিক্ষক রেজাউল ইসলামের নেতৃত্বে ১০/১২জন যুবক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভেঙ্গেচুড়ে যাওয়া রাস্তার অংশগুলো মেরামত করেন। তারা নিজেরাই বিভিন্ন স্থান থেকে ইট-বালি সংগ্রহ ও নিজেরাই বহন করে রাস্তার খারাপ অংশগুলো মেরামত করেন।
স্বেচ্ছাশ্রমে ও নিজেদের এমন মহতি উদ্যোগে তারা প্রশংসাও কুড়িয়েছেন স্থানীয়দের কাছ থেকে।
এ বিষয়ে ৮নং কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার জানান- এলাকার যুবকরা এমন মহতি উদ্যোগ নিয়ে ভঙ্গুর রাস্তাঘাট মেরামত করলে আমি ব্যক্তিগতভাবেও তাদের সার্বিক সহযোগিতা করবো।
পূর্ববর্তী পোস্ট