কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ।
পৌর সদরে বের হওয়া বর্ণাঢ্য র্যালি শেষে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলারোয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার গোলাম মোস্তফা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা বজলুর রহমান সরদার, ক্ষেত্র সহকারী আবুল কাশেম, মনিরুজ্জামান, প্রান্তিক মৎস্য চাষি বিমল কুমার পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
পূর্ববর্তী পোস্ট