কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌর সদরসহ উপজেলার ১২টি ইউনিয়ন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজাকে ঘিরে উপজেলার ৪০টি পূজা মণ্ডপে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। আগামী ৭ই অক্টোবর থেকে মহা ৬ষ্ঠী’র মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গা পূজা উৎসব। এ কারনে দ্রুততার সাথে চলছে প্রতিমা তৈরির কাজ। ভাস্বরদের নিপূন হাতের ছোঁয়ায় দিনে পর দিন নতুন রুপ পাচ্ছে প্রতিমা। আগামী ৬ অক্টোবর দুপুর ২টা ২১ মিনিটে পঞ্চমী তিথিতে দুর্গা বোধন ও শুভ পঞ্চমী পূজার মধ্যদিয়ে দুর্গতীনাশিণী দেবী দুর্গাপূজার শুভসূচনা ঘটবে। সরজমিনে কলারোয়া পৌরসদর সহ উপজেলার কয়েকটি ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিটি মণ্ডপেই প্রতিমা শিল্পীরা দেবী দুর্গা ঠাকুর তৈরি ও মন্দির সাজানো কাজে ব্যস্ত সময় পার করছে। এলাকার উল্লেখযোগ্য মণ্ডপগুলোর মধ্যে রয়েছে কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা ঘোষ পাড়া মণ্ডপ, ঝিকরা হরিতলা সার্বজনীন পূজা মন্ডপ, পাল পাড়া পূজা মণ্ডপ, তুলশীডাঙ্গা কালী মণ্ডপ, কয়লা সাবজনীন পুজা মণ্ডপ, দেয়াড়া ঘোষ পাড়া পূজা মন্ডপ, বামনখালী পূজা মণ্ডপসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে কয়েকটি করে পূজা মণ্ডপ আছে। তবে এখনো উপজেলা প্রশাসন ও কলারোয়া পুলিশ প্রশাসন ঝুকিপূর্ণ মণ্ডপের তালিকা প্রকাশ করেনি। কলারোয়া উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু মনোরঞ্জন সাহা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তিনি আরো বলেন বিগত বছরে ন্যায় এবারও শান্তি পূর্ণ পরিবেশে পূজা পালিত হবে তিনি আশা ব্যাক্ত করেন। তিনি আরো বলেন, অতীতে কোন সময় কলারোয়া উপজেলায় অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। প্রতি বছরই কলারোয়ায় উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে শার্রদীয় দূর্গা পূজা উৎযাপিত হবে।
পূর্ববর্তী পোস্ট