নিজস্ব প্রতিবেদক: ‘সকলের জন্য পর্যটন, সার্বজনীন পর্যটনের অভিগম্যতা।’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা নিউ মার্কেটের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের আলী, এনডিসি আবু সাঈদ প্রমুখ
পূর্ববর্তী পোস্ট