নিজস্ব প্রতিবেদক: ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি শ্রী রমাকান্ত গুপ্ত সাতক্ষীরার বিভিন্ন পূজা মণ্ডপ ও রাজা প্রতাপ আদিত্যের বাড়ি পরিদর্শন করেছেন। ফার্স্ট সেক্রেটারি বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর মায়ের বাড়ি পরিদর্শন করেন। সেখানে তিনি মন্দিরে ভক্তি প্রনাম জানান এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে তিনি উপজেলার নকীপুর এলাকায় রাজা প্রতাপ আদিত্যের জমিদার বাড়ি পরিদর্শন করেন। এ সময় তার সাথে সাতক্ষীরা এসকন মন্দিরের পুরোহিত অধ্যক্ষ কৃষ্ণ দাশ ব্রক্ষ্মচারীসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি আশাশুনি উপজেলার ফকরাবাদ এসকন মন্দির পরিদর্শন করেন। সেখান থেকে তিনি দুপুরে বুধহাটা কালীমন্দির ও শহরের মুিন্সপাড়া শ্যামসুন্দর মন্দির পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তিনি এ সময় সস্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয়। তারা নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলেছেন।
পূর্ববর্তী পোস্ট