নিজস্ব প্রতিবেদক : “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” -এই স্লোগানকে সামনে জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় শহরের কাটিয়ায় জেলা বি এনপির সভাপতির বাসভবনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, এড. তোজাম্মেল হোসেন তুজাম, মো. রফিকুল আলম বাবু, মোদাচ্ছেরুল হক হুদা, যুগ্ম সম্পাদক মো. শাহীন হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদা আক্তার, ছাত্রদলের জেলা সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আরজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান ভুট্টো, জিয়া পরিষদের সভাপতি নুর মোহাম্মাদ পাড় প্রমুখ। জেলা বি এনপির সাধারণ সম্পাদক মো. তারিকুল হাসানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদর থানা কৃষক দলের সভাপতি গোলাম সরোয়ার, শহর যুব দলের সাধারণ সম্পাদক ফরিদ, এড. এবিএম সেলিম, সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনোয়ার হোসেন,আলিম আসাদুজ্জামান, মেহেদী হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

