ফেইসবুকে হেলমেট ছাড়া মোটর সাইকেলে চড়ার ছবি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
সমালোচকরা বলছেন, মন্ত্রী নিজে সড়কে হেলমেট পড়ার জন্য মোটর সাইকেলচালক ও আরোহীদের তাগিদ দিয়ে এলেও নিজেই তা মানছেন না।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদ করতে যাওয়া ওবায়দুল কাদের নিজের ফেইসবুক একাউন্টে শুক্রবার একটি ছবির অ্যালবাম তুলেছেন, যাতে মোটর সাইকেলের পেছনে চড়ে তাকে চলতে দেখা গেছে।
৭১টি ছবির অ্যালবামের প্রথম ছবিতেই দেখা যাচ্ছে ওবায়দুল কাদের একটি মোটর সাইকেলের পেছনে হাস্যোজ্জ্বল মুখে বসে রয়েছেন; চোখে কালো চশমা।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার এলাকার দলের কর্মীদের নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন। কয়েকটি ছবিতে মোটর সাইকেল আরোহী মন্ত্রীর পাশে পুলিশকেও দেখা গেছে।
ওই ছবিতে একরামুল হক জনি নামের একজন মন্তব্য করেছেন, “মাননীয় মন্ত্রী সত্যি আপনারা পারেন, আমাদের সব কিছু ঠিক থাকলেও পুলিশকে ২০০/১০০শত টাকা দিতে হয়, আপনাদের জন্য তা প্রযোজ্য নয় কেনো???”
হাবিবুর রহমান নামে একজন ইংরেজিতে লিখেছেন, “হাই মিনিস্টার, হোয়ার ইজ ইওর হেলমেট, স্যার। হাউ ক্যান ইউ ট্রাফিক ল’ সিনস ইউ আর ভায়োলেটিং ইট।”
মামুন মিয়া লিখেছেন, “কৃষ্ণ করলে লীলা খেলা, আর আমরা করলে ঢং। আপনার হেলমেট কোই।”
বায়েজিদ ইসলাম লিখেছেন, “হেলমেটের জন্য রাস্তায় রাস্তায় মানুষকে ছোট করেন। আপনার মাথায় হেলমেট কোথায়?? আপনি তো একজন নেতা আপনাকে দেখেই তো পাবলিক শিখবে।”
গত বছর রাজধানীতে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেন ওবায়দুল কাদের।
বিভিন্ন সময়ে সড়ক আইন মানতে রাস্তায় নেমে যাত্রীদের সচেতন করতে দেখা যায় তাকে।