কলারোয়া ডেস্ক : কলারোয়ায় পৃথক অভিযানে ৩ ব্যক্তিকে পুলিশ ও বিজিবি আটক করেছে। উদ্ধার করা হয়েছে ৪৮ বোতল ফেনসিডিল।
সাতক্ষীরা সদরের বিশেষ ফাঁড়ির বিজিবি ক্যাম্পের হাবিলদার কামাল হোসেন জানান, মঙ্গলবার সকালে ঝাউডাঙ্গা বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনের রাস্তা থেকে একটি ব্যাটারী চালিত ভ্যানে তল্লাসী চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ওই ফেনসিডিল বহনের অভিযোগে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ফটিক গাজীর ছেলে আলিমুদ্দিন (২৬)কে আটক করা হয়। আটক আলিমুদ্দিনের বরাত দিয়ে বিজিবি জানায়- আলিমুদ্দিন ওই ফেনসিডিল ঢাকার উত্তরায় নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে। অপরদিকে ওয়ারেন্টভূক্ত দুই আসামিকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।
মঙ্গলবার সকালে থানা সূত্র জানায়, উপজেলার মাদরা গ্রামের জাকির হোসেনের ছেলে শাহিন ও পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে মিজানুর রহমানকে আটক করে পুলিশ। তাদের নামে আদালতের ওয়ারেন্ট রয়েছে।
কলারোয়ায় পৃথক অভিযানে ৩ ব্যক্তি আটক, ফেনসিডিল উদ্ধার
পূর্ববর্তী পোস্ট