নিজস্ব প্রতিবেদক: ‘বর্তমান সরকারের অগ্রগতি ও উন্নয়ন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ফুটবল মাঠে সোনাবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি.এম মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ, সাবেক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। উন্নয়ন কাকে বলে জননেত্রী শেখ হাসিনা সেটি দেখিয়েছেন। দীর্ঘদিন বিএনপি- জামায়াত জোট ক্ষমতায় থেকে দেশের মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে কোন কাজ করতে পারেনি। আওয়ামীলীগ মানুষের জন্য রাজনীতি করে। অথচ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে তার পিতার অসাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নিজের জীবন বাঁজি রেখে কাজ করে যাচ্ছেন। আজ দেশের টাকায় পদ্মা সেতু তৈরি হচ্ছে। আজ দেশের গরিব মানুষ ১০ টাকায় চাউল পাচ্ছে। যে কারণে আজ দেশের মানুষ শান্তিতে রয়েছে। কিন্তু বিএনপি- জামায়াত এটি সহ্য করতে পারছে না। তাই তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করতে চায় তারাই সন্ত্রাসী ও জঙ্গি কর্মকান্ড চালাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা-দারিদ্র মুক্ত অম্প্রদায়িক যে স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তার সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলায় কোন সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। বঙ্গবন্ধুর বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকরা যতদিন বেঁচে আছে ততদিন এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবেনা। যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ মারে, ঘরে আগুন দেয়, বোমা মারে গাছ কাটে, রাস্তা কাটে এরা দেশ ও জাতির শত্র“। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সমূলে উৎপাঠন করতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট