কলারোয়া ডেস্ক : সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, সাংবাদিকতা এমন একটি পেশা যার মধ্য দিয়ে মানুষকে সঠিক পথের দিশা দেওয়া যায়। দেশকে, সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকতা একটি বড় ভূমিকা রাখতে পারে। কলম সৈনিকরা পারেন সমাজ প্রগতি ও উন্নয়নকে সামনে এগিয়ে নিতে। মানুষের বিবেককে জাগ্রত করা, সচেতনতা বাড়িয়ে দেয়া সম্ভব সত্যনিষ্ঠ রিপোর্টিংএর মধ্য দিয়ে। সত্যকে প্রতিষ্ঠিত করার ব্রত নিয়েই এগিয়ে চলতে হবে সাংবাদিকদের। তবেই সমাজের মানুষ উপকৃত হবে। এগিয়ে যাবে দেশ ও সমাজ। রোববার কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে কলারোয়া প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও কলারোয়া প্রেসক্লাবের উপদেষ্টা ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার ও কলারোয়া প্রেসক্লাবের উপদেষ্টা মনিরা পারভীন, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও কলারোয়া প্রেসক্লাবের উপদেষ্টা প্রফেসর বাসুদেব বসু, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না। অনুষ্ঠানে ১৩ সদস্যবিশিষ্ট কলারোয়া প্রেসক্লাবের ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির শপথ বাক্য পাঠ করান কলারোয়া প্রেসক্লাবের উপদেষ্টা সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন গ্রামের সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গাজী আনোয়ার হোসেন, ডা: মেহের উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলি, প্রফেসর অহিদুল আলম মন্টু, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এসএম সহিদুল আলম, প্রভাষক ইদ্রিস আলি, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, আ’লীগ নেতা আনোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবুল কালাম, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পৌরসভার প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মণ ও লুৎফুন্নেছা লুতু, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন ও মেজবাহ উদ্দিন নিলু, অধ্যাপক আব্দুর রহিম, প্রভাষক আরিজুল ইসলাম, আ’লীগ নেতা মাস্টার আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমতিরি সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী শামসুর রহমান, কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রশিদ কচি, কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ ও প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকবার আলী এবং নির্বাহী সদস্য শেখ জুলফিকারুজ্জামান, মাস্টার রাশেদুল হাসান কামরুল, মাস্টার নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক এসএম জাকির হোসেন, মোজাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আরিফ চৌধুরী, মোস্তফা হোসেন বাবলু, মোজাফফর হোসেন পলাশ, মাস্টার আবুল কাসেম, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, এবিএম ফিরোজ খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট