আশাশুনি ব্যুরো : সদরের ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বসত ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। জানাগেছে, হাবাসপুর গ্রামের মৃত: সোয়েদালী সরদারের পুত্র নুর ইসলাম সরদারের সাথে একই গ্রামের মৃত: খন্দকার সরদারের স্ত্রী ফিরোজা খাতুন গংদের ৮শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিষটি নিয়ে কোটে মামলাও হয়েছে। সর্বশেষ ফিংড়ী ইউপি চেয়ারম্যানের কাছে কোটের মামলার তদন্ত আসে। এব্যারে আগামি বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে বসাবসির দিন ধার্য্য করা হয়। বৃহস্পতিবার বসাবসিতে উক্ত সম্পতি কারো দখরে নয় এটি প্রমান করার উদ্যেশে প্রতিপক্ষ বসত ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে এমনটি দাবি নুর ইসলামের। নুর ইসলাম আরও জানায় ঘরে আগুন দেয়ায় নগত টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে তার। এ ঘটনার পর রাত ১০টার দিকে ঘটনাস্থান পরিদর্শন করেছেন সদর থানা পুলিশ। নুর ইসলাম জানায় মঙ্গলবার সদর থানায় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ক্ষতি সাধন করার মামলা করেছেন তিনি। ঘটনা স্থানের বয়েক মিটার দুরের বাড়িতে অবস্থান করা প্রত্যখদর্শী আলামিনের স্ত্রী মোসলেমা খাতুন জানান, ফিরোজা খাতুন, তার বোন ছোখিনা খাতুন ও সুফিয়া খাতুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লম্বা দা নিয়ে এসে ঘরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়। ঐ সময়ে বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় সে তার শ্বাশুড়িকে নিয়ে আগুন নিভাতে গেলে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলার হুমকি দেয়। আগুন লাগার ঘটনা জানাজানি হলে আশ পাশের লোকজন এসে ফিরোজার হাতে থাকা লম্বা দা কেড়ে নেয়। যে দাটি থানায় জমাদেয়া হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য ফিরোজা খাতুনের বাড়িতে গেলে সেখানে তাকেসহ তার দুই বোনকে পাওয়া যায়নি। মোবাইলে ফিরোজা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি আমার অসুস্থ্য মাকে নিয়ে হাসপাতালে এসেছি আপনার সাথে পরে কথা হবে।
পূর্ববর্তী পোস্ট