অনলাইন ডেস্ক : ছয় বছরে দেশে দারিদ্র্যের হার কমে ২৪ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। ২০১০ সালে দারিদ্র্যের হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ।
ছয় বছরের ব্যবধানে দারিদ্র্যের হার ৭ দশমিক ২ শতাংশ কমেছে।
মঙ্গলবার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান বিভাগে (বিবিএস) হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০১৬ এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস হিসেবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জরিপের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এ সময় বিশ্বব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রতিবেদন অনুসারে মোট দারিদ্র্যের পাশাপাশি অতি দারিদ্র্যের হারও আগের তুলনায় কমেছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশে অতি দরিদ্রের হার ১২ দশমিক ৯ শতাংশ। ছয় বছর আগে যা ছিল ১৭ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া বর্তমানে গ্রামে দারিদ্র্যের হার ২৬ দশমিক ৪ শতাংশ, শহরে এই হার ১৮ দশমিক ৯ শতাংশ। পরিসংখ্যান ব্যুরো জানায়, সারা দেশের ২ হাজার নমুনা এলাকায় ৪৬ হাজার ৮০টি খানায় (পরিবার) এ জরিপ অনুষ্ঠিত হয়।
২০১৬ সালের এপ্রিল থেকে চলতি বছর মার্চ পর্যন্ত এক বছর ধরে বিবিএস দেশব্যাপী সর্বশেষ জরিপটি পরিচালনা করে। খানা আয় ব্যয় জরিপে এটাই সবচেয়ে বড় নমুনা। বিবিএসের জরিপ অনুযায়ী, ১৯৯১ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৫৬ দশমিক ৭ শতাংশ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অনুযায়ী, ওই হার ২০১৫ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বাংলাদেশ তিন বছর আগেই ২০১২ সালে লক্ষ্যমাত্রা অর্জন করে। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অনুযায়ী ২০৩০ সাল নাগাদ অতি দারিদ্র্য বিদায় করতে চায় বাংলাদেশ।
পূর্ববর্তী পোস্ট